Header Ads Widget

১১২৮ পদে জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪- Techfreelunce Job

 


জাগরণী চক্র ফাউন্ডেশনে  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন # ০০৩২২-০১৭১৪-০০০০৮, বাংলাদেশের ৫০টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি

বাস্তবায়ন করছে। উক্ত কমসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে। 

 

১। উপ-পরিচালক, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (সার্ভিস গ্রেড-৪): ১ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ১,২৫,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে

 চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ১,৫১,৭২৫ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল: যশোর। স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও এর ঋণ কর্মসূচিতে উপ-পরিচালক/সমপদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ, বংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশী ও বিদেশী প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধিনস্ত কর্মকর্তা/কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে। বয়স অনূর্ধ্ব ৫০ বছর।

 

২। উপ-পরিচালক, অর্থ ও হিসাব (সার্ভিস গ্রেড-৪)। ১ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ১,২৫,০০০ টাকা। সশ্লেষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ১.৫১,৭২৫ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল: যশোর।

বাণিজ্য বিভাগের যে কোন বিষয়ে স্নাতকোত্তর। এনজিও/আইএনজিও এর অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশী ও বিদেশী প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণ যোগ্যতা থাকতে হবে। অধিনস্থ কর্মকর্তা/কর্মী পরিচালনায় দক্ষতা

থাকতে হবে। NGO Affairs Bureau সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং সংস্থার Internal External Audit এর জন্য Compliant Accounts তৈরী করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স। অনুর্ধ্ব ৫০ বছর। 

 

 

৩। শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) (সার্ভিস গ্রেড-১১): ১০০ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০ টাকা। সশ্লেষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি

নিয়মিতকরণসহ মাসিক বেতন ৫০,০৭০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল। বাংলাদেশের যে কোন স্থান। স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায়

লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স। অনূর্ধ্ব ৪০ বছর।

ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় 

 

 

৪। শাখা হিসাবরক্ষক (সিনিয়র অফিসার) (সার্ভিস গ্রেড- ১৩): ১০০ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০ টাকা। সম্মোষজনক শিক্ষানবিশকাল শেষে

চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৩৭,৩৭০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল। বাংলাদেশের যে কোন স্থান।

হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/ফাইন্যান্স এ স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের শাখা হিসাবরক্ষকের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারী-বেসরকারী পর্যায়ে যোগ্যযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণ যোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। বয়স। অনুর্ধ্ব ৩৫ বছর।

 

 

৫। সিনিয়র অফিসার (সার্ভিস গ্রেড-১৩): ২০০ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৩৭,৩৭০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল। বাংলাদেশের যে কোন স্থান।

স্নাতকোত্তর। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে ঋণ কার্যক্রমের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানা

প্রার্থীদের অগ্রাধিকার। সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ (নিজের অথবা নিজ পরিবারের সদস্য নামে) ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি চাকরির আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। বয়স। অনূর্ধ্ব ৩৫ বছর। 

 

 

৬। অফিসার (সার্ভিস গ্রেড-১৪): ৩০০ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৭,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৩৩.৫৭৫ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান।

স্নাতক/সমমান পাশ। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতাসহ মাঠ পর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের

অগ্রাধিকার। বয়স। অনূর্ধ্ব ৩৫ বছর।

 

 

৭। জুনিয়র অফিসার (সার্ভিস গ্রেড-১৫): ৩০০ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন ৩১,৭৬০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল। বাংলাদেশের যে কোন স্থান।

এইচএসসি/সমমান পাশ। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতাসহ মাঠ পর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের

অগ্রাধিকার। বয়স। অনূর্ধ্ব ৩৫ বছর।

 

 

৮। ড্রাইভার (চুক্তিভিত্তিক) (সার্ভিস গ্রেড- ১৬)। ২৬ জন। মাসিক বেতন সর্বসাকুল্যে ১৮,০০০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল: যশোর, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, মাওয়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মানিকগঞ্জসহ দেশের অন্যান্য জেলা।

ন্যূনতম এসএসসি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশিষ্ট

কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমগ্র বাংলাদেশে গাড়ি চালানোর দক্ষতা, মানসিকতা ও চেনাজানা থাকতে হবে। বয়স। অনূর্ধ্ব ৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য)।

 

 

৯। পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক) (সার্ভিস গ্রেড-১৭): ১০০ জন। মাসিক বেতন সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল। বাংলাদেশের যে কোন স্থান।

ন্যূনতম এসএসসি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। বয়স। অনুর্ধ্ব ৩০ বছর। 

 

 

সুযোগ সুবিধাসমূহ।

বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিও বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্বভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে

পদোন্নতির সুযোগ রয়েছে। ৮৩৯ নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবীশকাল ৬ মাস। ৬,৭,৮৫৯ নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে।

গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: ৪,০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২,০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ থাকতে হবে।

 

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত

করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্ল্যেখ করতে হবে।

 

শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার, অফিসার র ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানিরিসিপটসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। । পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য ২০ ০,০০০ টাকা, শাখা হিসাবরক্ষক (সিনিয়র অফিসার)

 

পদের জন্য ১৫,০০০ টাকা এবং সিনিয়র অফিসার, অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য ১০,০০০ টাকা জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে। জামানতের টাকা 'জাগরণী চক্র ফাউন্ডেশন' শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ/অন্য কোন মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া ৩০০ টাকার মন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।

ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষন এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য। নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে স্যবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং

আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না।

 

আরও বিজ্ঞপ্তি.

 

, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীদের অগ্রাধিকার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বিভাগে

ঢাকা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না। আবেদন

 

পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর- ৭৪০০

আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৪

 

 

 জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি


 একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ