Header Ads Widget

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 


সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার – Army Job Circular 2022ঃ বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল ইঞ্জিনিয়ার জুনিয়র কমিশন্ড অফিসার ওয়ারেন্ট অফিসার সিগন্যাল সিএনএসসি আর এন এফসি করে যোগ দিতে বিএমএ স্পেশাল বিএসসি কোর্স অসামরিক পদে বাংলাদেশের সকল নাগরিককে নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে বাংলাদেশের আবেদন করার নিয়ম এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন ফরম বিস্তারিত আলোচনা করে দেয়া হল আশা করি আপনারা ফরম এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন


 সেনাবাহিনী নিয়োগ ২০২২


 সেনাবাহিনীর সংগঠনে নিম্নলিখিত অসামরিক পদে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বাংলাদেশ আর্মি লোক নিয়োগের জন্য প্রার্থীর নির্বাচনী দায়িত্বে সকল পদের উল্লেখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং সকল জেলার বাংলাদেশের নাগরিক হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে

 


৫৮তম বিএমএ (ইঞ্জিনিয়ার্স/ সিগন্যাল/ ইএমসি/ এইচসি) এবং ৫১তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি) কোর্সে আবেদনের পদসমূহ-

১। পদের নামঃ ইঞ্জিনিয়ার্স কোর (পুরুষ/ মহিলা)
যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

২। পদের নামঃ সিগনালস কোর (পুরুষ/ মহিলা)
যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৩। পদের নামঃ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (পুরুষ/ মহিলা)
যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৪। পদের নামঃ আর্মি এডুকেশন কোর (পুরুষ/ মহিলা)
যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।

৫। পদের নামঃ রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোর (পুরুষ/ মহিলা)
যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ডিগ্রী।


 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন লিংক

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

প্রার্থীর জন্য অযোগ্য

1. সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত

2.  আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার ভিন্ন আউট প্রত্যাখতে (একবার কিন্তু আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার ফ্রিল্ড আউট প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন

3. প্রতিটি চোখের দৃষ্টিক্ষীণতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅল্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে
অযোগ্য বলে বিবেচিত হবেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ